জাতীয়

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানে বাধা, সেনাবাহিনীর তদন্ত শুরু

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ বেশ কয়েকজন নিরীহ নাগরিক হতাহতের ঘটনায় তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুলের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট, শিশুসহ বেশ কয়েকজন নিরীহ নাগরিক হতাহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাদের সঙ্গে ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সদস্যরাও কাজ করেন।
তবে, উদ্ধার কার্যক্রম চলাকালে উৎসুক জনতার উপস্থিতি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেনাসদস্য ও মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকরা বারবার অনুরোধ করা সত্ত্বেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ঘটনাস্থল ত্যাগ না করায় সময়মতো আহতদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। এতে করে প্রাণহানির ঝুঁকিও বাড়ে।
উদ্ধারে অংশ নেওয়া ১৪ জন সেনাসদস্য বর্তমানে শারীরিক অসুস্থতা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় বিকেলের দিকে জনতার একাংশের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের ভুল বোঝাবুঝি ও বাদানুবাদ হয়, যা এক পর্যায়ে অনভিপ্রেত ঘটনার জন্ম দেয়।
বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এ ছাড়া মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে নিহত ও আহতদের সংখ্যা তুলে ধরা হয়েছে
১. কুয়েত মৈত্রী হাসপাতাল : আহত ৮ জন, নিহত নেই
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট : আহত ৪৬ জন, নিহত ১০
৩. ঢাকা মেডিকেল : আহত ৩, নিহত ১
৪. সিএমএইচ-ঢাকা : আহত ২৮, নিহত ১৬
৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল : আহত ৩, নিহত নেই
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা : আহত ১৩, নিহত ২
৭. উত্তরা আধুনিক হসপিটাল : আহত ৬০, নিহত ১
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল : আহত ১, নিহত নেই
৯. শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল : আহত ১
১০. ইউনাইটেড হাসপাতাল : আহত ২, নিহত ১
এর আগে সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত হওয়ার তথ্য জানান। এর মধ্যে ২৫ জনই শিশু বলে জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button