
বগুড়ার ক্রিকেট অঙ্গনের জন্য এবার দারুণ এক গর্বের মুহূর্ত। বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-১৫ ক্রিকেট দলে জায়গা করে নিয়েছে জেলার তিন উদীয়মান ক্রিকেটার- আব্দুর রহমান ইরফান, বায়জীদ বোস্তামী এবং আফ্রিদি তারিক।
সম্প্রতি ঘোষিত অনুর্ধ্ব-১৫ দলে এই তিনজন তরুণের ডাক পাওয়া, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ধারাবাহিক কাজেরই ফসল। তারা সবাই রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন অনুর্ধ্ব-১৪ দলের হয়ে প্রথম নজর কাড়ে। পরে বিভাগীয় দলের হয়ে খেলতে গিয়ে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করে। জাতীয় দলের ক্যাম্পে ভালো পারফর্ম করেই জায়গা করে নেয় মূল দলে।
ইরফান ও বায়জীদ নিয়মিত অনুশীলন করে বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমিতে। অন্যদিকে আফ্রিদি তারিক বর্তমানে বিকেএসপিতে অধ্যয়নরত।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কোচ রিফাত হাসান ও সহকারী কোচ রাশেদের প্রশিক্ষণে শুধু অনুর্ধ্ব-১৫ নয়, অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৭ স্তরেও বগুড়ার ক্রিকেটাররা জাতীয় পর্যায়ে জায়গা করে নিচ্ছে।
তবে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অনুশীলনের সঠিক সুযোগ। শহীদ চান্দু স্টেডিয়ামের আন্তর্জাতিক মানের সুবিধা থাকা সত্ত্বেও স্থানীয় ক্রিকেটারদের সেখানে নিয়মিত সুযোগ নেই। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল। তার দাবি, বগুড়ার নিজস্ব একটি ক্রিকেট স্টেডিয়াম হলে এখান থেকে আরও অনেক মানসম্পন্ন ক্রিকেটার উঠে আসবে।
সফলতার এই ধারা ধরে রাখতেই এখন দরকার কাঠামোগত উন্নয়ন ও প্রশিক্ষণের আরও সুযোগ।