জাতীয়

প্রধানমন্ত্রী হবেন না রাজনৈতিক দলের প্রধান: জাতীয় ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। তবে এই সিদ্ধান্তের সঙ্গে একমত না হলে সংশ্লিষ্ট দল বা জোট ‘জাতীয় সনদে নোট অব ডিসেন্ট’ দিতে পারবে।

মঙ্গলবার (২২ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যকার দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৭তম দিনে এ তথ্য জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

তিনি বলেন, ‘বেশিরভাগ দল একমত যে, একজন ব্যক্তি একসঙ্গে দলপ্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হওয়া উচিত নয়। তবে কয়েকটি দল ভিন্নমত দিয়েছে। তারা জাতীয় সনদে আপত্তি জানাতে পারবে।’

বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী ঐক্যজোট এবং আম জনতার দল—একযোগে মত দিয়েছে যে, একজন ব্যক্তি একাধিক দায়িত্ব পালন করতেই পারেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বেশিরভাগ দলই এর বিরোধিতা করেছে।

আলী রিয়াজ আরও বলেন, ‘যারা নোট অব ডিসেন্ট দিতে চান, তারা চাইলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনও করতে পারেন। তবে আপাতত এটাই কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত।’

মঙ্গলবারের আলোচনায় আরও অন্তর্ভুক্ত ছিল—প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে সমন্বিত প্রস্তাব তৈরি এবং নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত বিধিমালা।

দিনের শুরুতে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে শোক প্রস্তাব পেশ করেন, যেখানে অংশগ্রহণকারী ৩০টি রাজনৈতিক দলই স্বাক্ষর করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button