শিক্ষা
প্রধান খবর

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

চলমান এইচএসসি পরীক্ষার স্থগিত অংশগুলোর নতুন সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া প্রতিটি পরীক্ষার জন্য আলাদা দিন নির্ধারণ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৯ আগস্ট।

এ ছাড়া, কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট। গোপালগঞ্জে সংঘর্ষের কারণে ১৭ জুলাই শুধুমাত্র গোপালগঞ্জ জেলার স্থগিত পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট।

লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর কারণে ব্যবহারিক পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট এবং চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

এই বিভাগের অন্য খবর

Back to top button