শিক্ষা
প্রধান খবর

একই দিনে এইচএসসি’র ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা

এইচএসসি ও সমমানের ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত হওয়া পরীক্ষাগুলো একই দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ঠিক কবে এই পরীক্ষা নেওয়া হবে, সেটি এখনো নির্ধারণ হয়নি।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

তিনি বলেন, “স্থগিত হওয়া ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে। তারিখ নির্ধারণ করে খুব শিগগিরই একটি বিজ্ঞপ্তি জারি করা হবে।”

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ২২ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়।

রুটিন অনুযায়ী ২২ জুলাইয়ের পরীক্ষাগুলোর মধ্যে ছিল রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।

অন্যদিকে, ২৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা।

এই বিভাগের অন্য খবর

Back to top button