আইন ও অপরাধ

‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’ বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ডিসি হিসেবে দায়িত্বে ছিলেন গণ-অভ্যুত্থানের সময়। ওই সময় আন্দোলন দমনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুলি চালানোর বিষয়ে কথা বলতে দেখা যায়।

বুধবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এটি সরকারি কর্মচারী বিধিমালার লঙ্ঘন এবং পলায়নের শামিল বলে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ইকবাল হোসাইনকে তার অনুপস্থিতির তারিখ থেকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।

উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইকবাল হোসাইন ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তিনি বলেন, “গুলি করি, মরে একটা, আহত হয় একটা… বাকিডি যায় না।” সেই সময় পুলিশের গুলিও আন্দোলনকারীদের থামাতে পারছে না বলে জানান তিনি। ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বিকার মনোভাব নিয়েও ব্যাপক সমালোচনা হয়।

প্রসঙ্গত, বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগের অভিযোগে এখন পর্যন্ত প্রায় ২৫ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

এই বিভাগের অন্য খবর

Back to top button