জাতীয়স্বাস্থ্য
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, জুলাইতেই প্রাণ গেল ২৭ জনের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন। চলতি মাসেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ২৭ জন। আর এ বছর এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। মৃতদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩২ জন নারী।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ জন, ঢাকা বিভাগের (ঢাকা মহানগর ব্যতীত) ৫৯ জন, বরিশালে ৮৯ জন, চট্টগ্রামে ৩৮ জন, রাজশাহীতে ৩০ জন, ময়মনসিংহে ৯ জন এবং রংপুরে ৪ জন। তবে খুলনা ও সিলেট বিভাগে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল যথাক্রমে ১০, ৩, ৭ ও ৩ জনের। এরপর জুনে মৃত্যু বেড়ে দাঁড়ায় ১৯ জনে। তবে জুলাই মাসে মাত্র ২৩ দিনেই মৃত্যু হয়েছে ২৭ জনের, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

সার্বিক হিসাবে ২০২৪ সালের শুরু থেকে ২৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৩৪৫ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে—৭ হাজার ২২৩ জন। এই বিভাগেই মৃত্যুর সংখ্যাও সর্বোচ্চ, ১৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৩১৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ৩৮৭ জন ঢাকার এবং ৯২৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগের তথ্য সংরক্ষণ করছে। ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুবরণ করেন ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা গেছেন ৫৭৫ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button