বগুড়ায় দুর্নীতি প্রতিরোধে শপথ নিলেন ছাত্র, শিক্ষক ও সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেছে বগুড়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি)। সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে বুধবার জেলার এনজিও ফোরামের হলরুমে এই সভাটি হয়। এতে দুর্নীতি প্রতিরোধে শপথ নিলেন ছাত্র, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ নাগরিক।
অনুষ্ঠানটিতে দুর্নীতিবিরোধী সেচ্ছাব্রতী সংগঠন সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট এবং তৃণমূল পর্যায়ে কমিউনিটি ভিত্তিক একটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় সদস্যরা দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে নিজেদের অভিজ্ঞতার কথা জানান।
ইয়েস গ্রুপের সদস্য মো. রাকিবুল ইসলাম নিজের কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ভূমিসেবা নিয়ে কাজ করতে গিয়ে সেবাগ্রহী মানুষদের সাথে কথা হয় আমাদের। এসব মানুষ অনলাইনে খাজনা খারিজ এখনও জানেন না। কিন্তু তারা চান সহজে কাজ সাড়তে। এ জন্য দালাল ধরেন এই সাধারণ মানুষজন। মানুষকে অনলাইনে সেবাগ্রহণমুখী করতে আরও উদ্যোগ নিতে হবে।
স্বাস্থ্য বিষয় নিয়ে কাজ করা এসিজি গ্রুপের সদস্যরা নিজের অভিজ্ঞতা থেকে প্রশ্ন করেন, সম্প্রতি ঢাকার মতো কোনো দুর্ঘটনা বগুড়ায় হলে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে? অথচ বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে আইসিইউ দীর্ঘদিন ধরে বন্ধ দেখা যায়।
এ ছাড়া এসব বিষয় নিয়ে মানুষের মাঝে আরও বেশি সচেতনতা বাড়াতে চান এই সদস্যরা। স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের পাশাপাশি বিগত এক বছরের শিক্ষণীয় বিষয় ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়।
সনাক বগুড়া জেলার সাবেক সভাপতি মাছুদার রহমান হেলাল বলেন, ভূমিসেবায় অনলাইনের প্রতি সচেতনা বৃদ্ধির জন্য আমরা কয়েকবার ক্যাম্পেইন করতে চেয়েছিলাম। সেই সময় সদরের এসি ল্যান্ড যিনি ছিলেন আগ্রহও প্রকাশ করেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বগুড়াসহ সারাদেশে সরকারি পদগুলোয় রদবদল হচ্ছে। এতে আমাদের কাজেও কিছু বিঘ্নতা এসেছে।
সাবেক সভাপতি জানান, হতাশ হওয়ার কোনো কারণ নেই। দুর্নীতি বিরোধী কর্মকাণ্ড একদিনে শেষ হওয়ার না। আবার এখানে কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা আসবে।
এসময় টিআইবির ক্লাস্টার কো- অর্ডিনেটর কমল কৃষ্ণ শাহা, সনাক বগুড়ার সহ-সভাপতি মিলন রহমান, সনাক সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল, ইয়েস আহবায়ক মোঃ মেরাজুল হাসান মন্ডল, এরিয়া কো-অর্ডিনেটর মঞ্জুর হোসেনসহ একাধিক সদস্য উপস্থিত ছিলেন।
“দুর্নীতির বিরুদ্ধে একসাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে শীর্ষক এই সভার শেষে অংশগ্রহণকারীরা শপথ পাঠের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।