
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জের আনারুল ইসলামকে হত্যার ২৩ বছর পর আজিজার রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাজু আহমেদ এই রায় ঘোষণা করেন। রায়ে অতিরিক্ত ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। যার বৃহৎ অংশ নিহতের পরিবার পাবে।
নিহত আনারুল শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। দণ্ডিত আজিজার রহমান একই উপজেলার বাসিন্দা। ২০০২ সালের ১ জুন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ভগ্নিপতির বাড়িতে যাওয়ার পথে পূর্বশত্রুতার জেরে আনারুলকে ছুরিকাঘাতে হত্যা করেন আজিজার। আলোচিত এই হত্যাকাণ্ডের তিনি একমাত্র আসামি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আজাদ হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের রায়ে আসামি আজিজার রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী, জরিমানার ৯০ হাজার টাকা নিহত আনারুল ইসলামের পরিবারকে প্রদান করা হবে। অবশিষ্ট ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়বে।