
‘যত যাইহোক, শো মাস্ট গো অন’—পেশাদারিত্বের এই অমোঘ চেতনা নিয়েই শোকাবহ আবহে মাঠে নামতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলকে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির মধ্যেও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে টাইগাররা। সোমবার রাতে শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সেই জয়ের পর ম্যাচসেরা জাকের আলি অনিক এবং অধিনায়ক লিটন দাস এই বিজয় উৎসর্গ করেছেন নিহতদের স্মৃতির উদ্দেশে।
সোমবারের (২২ জুলাই) সেই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে আইএসপিআর, যাদের মধ্যে অধিকাংশই শিশু। যারা হয়তো বাংলাদেশের ক্রিকেট দলের একনিষ্ঠ সমর্থক ছিল। হয়তো আগের ম্যাচেও জয় দেখে আনন্দে মেতেছিল তারা।
এই শোকাবহ পরিস্থিতিতে খেলায় মনোযোগ ধরে রাখা ছিল খেলোয়াড়দের জন্য কঠিন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩৩ রান করে ৮ রানে জয় পায় বাংলাদেশ। ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন জাকের আলি অনিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন,
“গতকালটা খুবই বুক ভারী হয়েই কেটেছে। এরকম মর্মান্তিক দুর্ঘটনা কারো কাম্য না। আমরা দোয়া করেছি নিহতদের আত্মার মাগফিরাতের জন্য, আর যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এটা দলের জন্য কঠিন ছিল, সবার মন খারাপ ছিল। তবে পেশাদার হিসেবে মাঠে নেমে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।”
খেলা শুরুর আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পুরো ম্যাচে বন্ধ রাখা হয় মিউজিক বাজানো। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলেন,
“আমি এই সিরিজ জয়টি সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করতে চাই।”
শোকের ছায়া ছুঁয়ে গেলেও, এই জয় যেন এক ক্ষণিক আলোর রেখা হয়ে রইল বাংলাদেশিদের জন্য।
‘যত যাইহোক, শো মাস্ট গো অন’—পেশাদারিত্বের এই অমোঘ চেতনা নিয়েই শোকাবহ আবহে মাঠে নামতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলকে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির মধ্যেও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে টাইগাররা। সোমবার রাতে শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সেই জয়ের পর ম্যাচসেরা জাকের আলি অনিক এবং অধিনায়ক লিটন দাস এই বিজয় উৎসর্গ করেছেন নিহতদের স্মৃতির উদ্দেশে।
সোমবারের (২২ জুলাই) সেই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে আইএসপিআর, যাদের মধ্যে অধিকাংশই শিশু। যারা হয়তো বাংলাদেশের ক্রিকেট দলের একনিষ্ঠ সমর্থক ছিল। হয়তো আগের ম্যাচেও জয় দেখে আনন্দে মেতেছিল তারা।
এই শোকাবহ পরিস্থিতিতে খেলায় মনোযোগ ধরে রাখা ছিল খেলোয়াড়দের জন্য কঠিন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩৩ রান করে ৮ রানে জয় পায় বাংলাদেশ। ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন জাকের আলি অনিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন,
“গতকালটা খুবই বুক ভারী হয়েই কেটেছে। এরকম মর্মান্তিক দুর্ঘটনা কারো কাম্য না। আমরা দোয়া করেছি নিহতদের আত্মার মাগফিরাতের জন্য, আর যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এটা দলের জন্য কঠিন ছিল, সবার মন খারাপ ছিল। তবে পেশাদার হিসেবে মাঠে নেমে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।”
খেলা শুরুর আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পুরো ম্যাচে বন্ধ রাখা হয় মিউজিক বাজানো। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলেন,
“আমি এই সিরিজ জয়টি সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করতে চাই।”
শোকের ছায়া ছুঁয়ে গেলেও, এই জয় যেন এক ক্ষণিক আলোর রেখা হয়ে রইল বাংলাদেশিদের জন্য।