
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজসংলগ্ন অরক্ষিত রেলগেটে অবশেষে দুইজন গেটম্যান নিয়োগ দিয়েছে রেল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে বৃহস্পতিবার (২৪ জুলাই) এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, “সরকারি কিছু প্রক্রিয়ার কারণে গেটম্যান নিয়োগে সময় লেগেছে। তবে আমরা শিক্ষার্থীদের দাবি পূরণ করেছি এবং বর্তমানে দুইজন গেটম্যান স্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন।”
এর আগে ৬ জুলাই কলেজসংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মোস্তাকিম। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
প্রথমে স্মারকলিপি দিলেও কার্যকর পদক্ষেপ না থাকায় তারা রাস্তায় নামেন। আন্দোলনের তৃতীয় ধাপে তা তীব্র রূপ নেয়। একপর্যায়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, একটি কমিউটার ট্রেন এবং পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস আটকে পড়ে। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
পরিস্থিতি সামাল দিতে রেল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে সাতদিন সময় চায়। নির্ধারিত সময়ের মধ্যেই গেটম্যান নিয়োগ করায় শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। এতে স্বস্তি ফিরে আসে এলাকাবাসী ও যাত্রীদের মাঝে।