
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, এখন পর্যন্ত ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জন মারা গেছেন। সর্বশেষ মৃত্যু হয়েছে ১৫ বছর বয়সী মাহিয়ার, যিনি মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে দুপুর দেড়টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব উদ্দিন ভূঁইয়া (১৩)। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। সূত্র: ডেইলি স্টার