আন্তর্জাতিক খবর

রাশিয়ায় বিমান বিধ্বস্ত: বিমানে থাকা সবাই নিহত

রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে প্রায় অর্ধশত আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলের ওপর দিয়ে উড়ে যাওয়া এমআই-৮ হেলিকপ্টারের ক্রু সদস্যরা কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাননি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উড্ডয়নের shortly পরই Antonov An-24 মডেলের বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপরই শুরু হয় ব্যাপক অনুসন্ধান কার্যক্রম।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইনের বিমানটি চীন সীমান্তবর্তী টাইন্ডা শহরের দিকে যাচ্ছিল। টাইন্ডা বিমানবন্দরের পরিচালক জানান, বিমানটি ভূপাতিত হওয়ার আগেই তাতে আগুন ধরে যায়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, অবতরণের আগেই বিমানটিতে আগুন ধরে যায় বলে ধারণা করছে আঞ্চলিক নাগরিক প্রতিরক্ষা ও অগ্নি নিরাপত্তা বিভাগ।

বিমানটিতে প্রাথমিক হিসাবে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে, এদের কেউই বেঁচে নেই। ইতোমধ্যে রুশ কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button