
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারও তিনটি ধাপে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। প্রথম ধাপের আবেদন শুরু হবে ৩০ জুলাই এবং চলবে ১১ আগস্ট পর্যন্ত। ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরও দুই ধাপে আবেদন, নিশ্চায়ন ও মাইগ্রেশনের মাধ্যমে ১৫ সেপ্টেম্বর শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।
বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রকাশিত নীতিমালায় স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদদুস।
ধাপে ধাপে আবেদন ও ভর্তি সময়সূচি:
- প্রথম ধাপ:
- আবেদন: ৩০ জুলাই – ১১ আগস্ট
- ফল প্রকাশ: ২০ আগস্ট রাত ৮টা
- নিশ্চায়ন: ২২ আগস্ট
- প্রথম মাইগ্রেশন: ২৮ আগস্ট
- দ্বিতীয় ধাপ:
- আবেদন: প্রথম ধাপে নির্বাচিত না হওয়া বা নিশ্চায়ন না করা শিক্ষার্থীদের জন্য
- ফল প্রকাশ: ২৮ আগস্ট রাত ৮টা
- নিশ্চায়ন: ২৯-৩০ আগস্ট
- তৃতীয় ধাপ:
- আবেদন: ৩১ আগস্ট – ১ সেপ্টেম্বর
- ফল ও দ্বিতীয় মাইগ্রেশন: ৩ সেপ্টেম্বর
- নিশ্চায়ন: ৪ সেপ্টেম্বর
- তৃতীয় ও শেষ মাইগ্রেশন: ৫ সেপ্টেম্বর
- চূড়ান্ত ভর্তি: ৭ – ১৪ সেপ্টেম্বর
- ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর
কোটা সংক্রান্ত সিদ্ধান্ত:
এবারও মোট ৭ শতাংশ কোটা রাখা হয়েছে, যার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার আওতায় থাকবে। তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানরাই এ কোটা সুবিধা পাবেন; নাতি-নাতনিদের জন্য কোনো কোটা থাকবে না। মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী না পাওয়া গেলে শূন্য আসনে মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।
আবেদন ফি ও প্রক্রিয়া:
চলতি শিক্ষাবর্ষে আবেদন ফি ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৭০ টাকা বেশি। অনলাইনে আবেদন ফরম পূরণ করে ফি জমা দিয়ে শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিতে পারবে।
ভর্তি হবে এসএসসি ফলের ভিত্তিতে:
এবারও একাদশ শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা বা লটারি হবে না। শুধুমাত্র এসএসসি ও সমমান পরীক্ষার ফল এবং শিক্ষার্থীর পছন্দক্রম ও প্রযোজ্য কোটা বিবেচনায় কলেজ বরাদ্দ দেওয়া হবে। তবে ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব নিয়মে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখ্য, ভর্তি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে অনলাইনে সম্পন্ন করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায়।