দুর্ঘটনা ও বিপদ থেকে বাঁচার জন্য রাসুল (সা.)-এর শেখানো দোয়া

দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও নিরাপত্তার জন্য ইসলামে রয়েছে বিভিন্ন দোয়ার নির্দেশনা। তেমনই, হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা ও বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়ার জন্যও রয়েছে রাসুলুল্লাহ (সা.)-এর সুস্পষ্ট দোয়ার শিক্ষা।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমার কাছে দোয়া করো, আমি তা কবুল করব’ (সূরা মুমিন, আয়াত ৬০)। আর রাসুল (সা.) বলেন, ‘দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারে না’ (তিরমিজি, হাদিস ২১৩৯)।
হঠাৎ দুর্ঘটনা থেকে বাঁচার জন্য দোয়া
হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) সকাল ও সন্ধ্যায় নিম্নোক্ত দোয়া পড়া কখনও বাদ দিতেন না—
আরবি দোয়া:
اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ،
اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي،
اللّٰهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي،
اللّٰهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي،
وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দ্বীনি ওয়া দুনইয়া ওয়া আহলি ওয়া মালি।
আল্লাহুম্মাসতুর আওরাতি, ওয়া আমিন রাওরাতি।
আল্লাহুম্মাহফাজনি মিম্বাইনি ইয়াদাইয়া, ওয়া মিন খালফি, ওয়া আন ইয়ামিনি, ওয়া আন শিমালি, ওয়া মিন ফাওকি।
ওয়া আউজু বিআজামাতিকা আন উগতালা মিন তাহতি।
অর্থ:
“হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের ক্ষমা ও নিরাপত্তা চাই।
আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও সম্পদের নিরাপত্তা চাই।
আপনি আমার গোপন ত্রুটিগুলো ঢেকে দিন এবং উদ্বেগকে শান্তিতে রূপ দিন।
আমাকে হেফাজত করুন— আমার সামনে, পেছনে, ডানে, বামে ও ওপরে থেকে।
আর আমি আপনার মহত্ত্বের মাধ্যমে আশ্রয় চাই নিচ থেকে হঠাৎ বিপদে পড়া থেকে।”
(আবু দাউদ, ইবনে মাজাহ)
আরেকটি দোয়া— বিশেষত দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয়ের সময়
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদামি, ওয়াল গারকি ওয়াল হারিক।
ওয়া আউজুবিকা আন ইয়াতাখাব্বাতানী শাইতানু ইন্দাল মাওত।
ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা।
ওয়া আউজুবিকা আন আমুতা লাদিগা।
অর্থ:
“হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই— উপর থেকে পড়ে যাওয়া, ধ্বংসস্তুপে চাপা পড়া, পানিতে ডুবে যাওয়া ও আগুনে পুড়ে মারা যাওয়া থেকে।
মৃত্যুকালে শয়তানের ধোঁকায় পড়া থেকে,
আপনার পথে পলায়নরত অবস্থায় মারা যাওয়া থেকে,
এবং সাপের দংশনে মৃত্যু হওয়া থেকে।”
এই দোয়া সম্পর্কে আবুল ইয়াসার (রা.) বলেন, রাসুল (সা.) নিয়মিত এই দোয়া পাঠ করতেন। (সুনানে নাসায়ি, হাদিস ৫৫৩১)
উপকারিতা:
প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, ভূমিকম্প, বন্যা কিংবা বিস্ফোরণের মতো যে কোনো আকস্মিক বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য রাসুল (সা.)-এর এসব দোয়া সকাল-সন্ধ্যায় আমলে রাখা উত্তম। এসব দোয়া শুধু সুরক্ষা নয়, অন্তরে প্রশান্তি ও আল্লাহর নিকট আত্মসমর্পণের এক বিশেষ উপায়।