ধুনট উপজেলা
প্রধান খবর

বগুড়ায় পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে বাঙালি নদীর পানিতে পড়ে সাদিক হাসান নামে দেড় বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

সাদিক নান্দিয়ার পাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ফরহাদ হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুন দেড় বছরের শিশু সাদিককে সঙ্গে করে ধামাচামা গ্রামে বাবা মিন্টু আকন্দের বাড়িতে বেড়াতে যায়। সেখানে যাওযার পরে শিশু সাদিক অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে থাকে। এসময় সবার অজান্তে হামাগুড়ি দিয়ে সাদিক বাড়ির পাশেই বাঙালি নদীতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির এক একপর্যায়ে স্থানীয়রা সাদিককে নদীর পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।

সাদিকের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবা ও স্বজনরা।

ধুনট থানার ওসি সাইদুল আলম এতথ্য নিশ্চিত করে বলেন, নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পাওয়ার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সতর্কতা: ছোট শিশুদের কখনোই একা বাড়ির বাইরে বা পানির ধারে যেতে দেবেন না। নদী, পুকুর বা ডোবার কাছে থাকলে প্রাপ্তবয়স্কের নজরদারি নিশ্চিত করুন। কয়েক মুহূর্তের অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button