ভারতে স্কুলের ছাদ ধসে ৭ শিশু নিহত

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার পিপলোদি সরকারি স্কুলের ছাদ ধসে সাত শিশু নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, মনোহর থানার আওতাধীন ওই স্কুলে সকাল সাড়ে ৮টার দিকে ছাদ ধসে পড়ে। একতলা ভবনটির ছাদ ধসের সময় শ্রেণিকক্ষে প্রায় ৬০ জন শিশু উপস্থিত ছিল। শিক্ষক ও কর্মচারীরাও তখন স্কুলে ছিলেন।
কর্মকর্তারা জানান, ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ছিল এবং এর অবস্থা নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন, টানা ভারী বৃষ্টিপাতের কারণে ছাদটি ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ, ধুলো, এবং শিশুদের চিৎকারে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজস্থানের শিক্ষা সচিব কৃষ্ণ কুণাল জানিয়েছেন, উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বিবৃতিতে তিনি বলেন, “আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছে কর্তৃপক্ষ।”