প্রবাস

মৃত্যুর গুজব: সেফুদা বলল “আগের চেয়ে ২০ বছর বয়স কমে গেছে”

বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রিয়াপ্রবাসী সেফায়েত উল্লাহ ওরফে সেফুদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এমন গুজবকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তা নাকচ করেছেন তিনি।

লাইভে এসে সেফুদা বলেন, “আমাদের সবার প্রিয় সেফুদা ইন্তেকাল ফরমাইয়াছেন— একেবারে খাঁটি অপূর্ব সুন্দর ইসলামিক ভাষায় এই গুজব ছড়ানো হয়েছে।”

তিনি আরও বলেন, “এ ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে কিছু ফেসবুক-ইউটিউবার অনেক টাকা কামিয়েছেন। আমার মৃত্যুর বিষয়টি সম্পূর্ণ গুজব। দেশের এক শ্রেণির নব্য রাজাকার ও আলবদররা এই ধরনের মিথ্যা প্রচার চালাচ্ছে। আমি একদম সুস্থ আছি, বরং আগের চেয়ে ২০ বছর বয়স কমে গেছে।”

জানা গেছে, সেফুদার জন্ম চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেড়িয়াড়া গ্রামে। তিনি মৃত হাজি আলী আকবরের ছেলে। অস্ট্রিয়ায় বসবাসকারী এই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্কিত মন্তব্য ও ভিডিওর জন্য আলোচনায় থাকেন নিয়মিত।

এই বিভাগের অন্য খবর

Back to top button