জাতীয়
প্রধান খবর

‘৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী চার-পাঁচ দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর)–এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, “প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। এর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে।”

বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশের প্রধান সমস্যা আইনশৃঙ্খলার অবনতি। এখন যদি কোনো অভিযান চালানো হয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে।”

জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু জানান, ড. ইউনূস বলেছেন যে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার অনুরোধ জানিয়েছি। নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস কমবে।”

এর আগে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দুই দফা বৈঠক করেন। আজ বিকেলে তিনি আরও ১৪টি রাজনৈতিক দল–জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button