কম খরচে বিদেশ ভ্রমণের সেরা গন্তব্য

শীত এলেই ভ্রমণপ্রেমী বাঙালির মনে বেড়ানোর তাগিদ জাগে। অনেকে আগেভাগেই সফরের পরিকল্পনা করেন। যদিও বিদেশ ভ্রমণ শুনলেই অনেকেই খরচের ভয়ে পিছিয়ে আসেন, তবুও কিছু গন্তব্য আছে যেখানে তুলনামূলকভাবে কম খরচে ঘুরে আসা সম্ভব।
নেপাল
তিন-চার দিনের ছুটি পেলেই কাঠমান্ডু ও তার আশপাশের এলাকা ঘুরে দেখা যায়। সময় বেশি থাকলে পোখরাও ভ্রমণ তালিকায় রাখতে পারেন। কাঠমান্ডুর পুরনো শহর, অলিগলি আর সন্ধ্যার বৌদ্ধমন্দিরের আরতি মন ভালো করে দেবে। খরচ তুলনামূলক কম, তবে আকাশপথে যাওয়া লাগবে।
ভুটান
হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য আর আধ্যাত্মিক পরিবেশ ভুটানের প্রধান আকর্ষণ। শীতে পারো, থিমফু ও ফুনশেলিং ঘুরে আসতে পারেন সহজেই। এখানেও আকাশপথের ভ্রমণ সুবিধাজনক।
ভিয়েতনাম
প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ ভিয়েতনামের হা লং উপসাগর ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। শীতকালে এর সমুদ্রের গর্জন ও মনোরম পরিবেশ ভ্রমণকারীদের আকৃষ্ট করে। সঙ্গীর সঙ্গে শীতের সফরের জন্য এটি হতে পারে আদর্শ গন্তব্য।
মলদ্বীপ
নীল সমুদ্র, দ্বীপ ও রোমাঞ্চকর জলজ অভিজ্ঞতার জন্য মলদ্বীপের তুলনা নেই। শীতকালে এখানকার সৌন্দর্য আরও বেড়ে যায়। কয়েক দিনের সফরের জন্য মলদ্বীপ হতে পারে একটি স্মরণীয় গন্তব্য।