বিনোদন

চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুলের মৃত্যু

চিত্রনায়ক জসীমের ছেলে এবং ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

সহশিল্পীদের বরাত দিয়ে জানা গেছে, প্রথমে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় এবং পরে লুবনা হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা প্রায় এক ঘণ্টা পর তাকে মৃত ঘোষণা করেন।

২০১৪ সালে ‘ওন্ড’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশের পর রাতুল ও তার ব্যান্ড ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। কণ্ঠশিল্পীর পাশাপাশি তিনি ছিলেন রক সংগীতের একজন দক্ষ প্রযোজক, যিনি দেশের বহু জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম প্রযোজনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তার মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোক নেমে এসেছে। ‘ওন্ড’ ব্যান্ড তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় বলেছে, “দেশের অন্যতম প্রতিভাবান মিউজিক প্রোডিউসার এবং ওন্ড-এর বেজিস্ট-ভোকালিস্ট এ কে রাতুল ভাইয়ের আকস্মিক ও অকাল মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

এই বিভাগের অন্য খবর

Back to top button