
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রবিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ৮৬ জন এবং বাকি রোগীরা ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫২৯ জন। এর মধ্যে ১৮ হাজার ২২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মারা গেছেন ৭৬ জন।