জাতীয়স্বাস্থ্য
প্রধান খবর

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রবিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ৮৬ জন এবং বাকি রোগীরা ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫২৯ জন। এর মধ্যে ১৮ হাজার ২২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মারা গেছেন ৭৬ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button