তথ্য ও প্রযুক্তি

ফেসবুকে নতুন নীতিমালা, যা করলে বন্ধ হতে পারে মনিটাইজেশন

কপি করা কনটেন্টের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। অন্যের ভিডিও বা মিম নকল করে পোস্ট করা, জনপ্রিয় নির্মাতাদের প্রোফাইল অনুকরণ করা এবং একঘেয়ে কনটেন্ট ছড়ানো রোধে নতুন নীতিমালা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

গত ১৪ জুলাই প্রকাশিত এক ব্লগপোস্টে মেটা জানায়, প্ল্যাটফর্মজুড়ে একই ধরনের কনটেন্ট বারবার দেখে ব্যবহারকারীরা বিরক্ত হচ্ছেন। বিশেষত, কোনো মিম বা রিল ভাইরাল হলে সেটি হুবহু কপি করে অনেকেই পোস্ট করতে শুরু করেন। এর ফলে নতুন ও মৌলিক নির্মাতারা যথেষ্ট সুযোগ পান না। এ কারণেই নতুন নিয়ম চালু করা হচ্ছে।

মেটা আরও জানায়, গত এপ্রিল থেকে স্প্যাম লিংক ও কমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এক কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। একই কনটেন্ট বা কমেন্ট বারবার পোস্ট করায় পাঁচ লাখের বেশি অ্যাকাউন্টের রিচ সীমিত করা হয়েছে এবং কিছু অ্যাকাউন্টের পোস্ট করার সুবিধাও বন্ধ করা হয়েছে।

ভবিষ্যতে যারা কপি করা কনটেন্ট পোস্ট করবেন, তারা আর ফেসবুকের মনিটাইজেশনের আওতায় থাকবেন না। শুধুমাত্র মৌলিক কনটেন্ট তৈরি করে জনপ্রিয় হওয়া নির্মাতারাই আয় করার সুযোগ পাবেন।

মেটার দাবি, এই উদ্যোগের মাধ্যমে প্ল্যাটফর্মে মৌলিকতা ও বৈচিত্র্য বাড়বে এবং ফেসবুক আরও মানসম্মত ও ব্যবহারবান্ধব হয়ে উঠবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button