
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
রোববার (২৭ জুলাই) সাড়ে ১১টার দিকে উপজেলার কুন্দারহাট বাজার এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের অটোরিকশা চালক আরাফাত হোসেন (২২) এবং যাত্রী বিশা গ্রামের হাওয়া বেগম (৪৫)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়টি কুন্দারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল চন্দ্র নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে আরাফাত যাত্রীসহ অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে সড়কের মাঝে দাঁড়িয়ে থাকা একটি অটো ও ভ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।
নির্মল চন্দ্র বলেন, ঘটনার পর কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।