আদমদিঘী উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ জুলাই) দুপুর ২ টার দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাছিম মাহমুদ জয় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চক সোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পেশায় তিনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাছিম মাহমুদ জয় ছুটিতে নিজ গ্রামের বাড়িতে এসেছিলেন। রবিবার দুপুরে নওগাঁর উদ্দেশ্যে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেলগেট এলাকায় মোটরসাইকেল নিয়ে পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি তাদের হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button