জাতীয় বিশ্ববিদ্যালয়

বিএ পাসের আগে বিয়ে নয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, বহু চেষ্টা সত্ত্বেও দেশে বাল্যবিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এর ফলে পুষ্টিহীনতাও কার্যকরভাবে মোকাবিলা করা যাচ্ছে না। তিনি বলেন, “যারা বড় বড় চাকরি পেতে চান, তাদের বিএ পাসের আগে বিয়ে করা উচিত নয়।”

শনিবার (২৬ জুলাই) গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, কারিগরি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য কাজ চলছে। “এবারের যে ফলাফল হয়েছে, সেটাই আসল ফলাফল। এই বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কম হওয়ায় যারা এটি অর্জন করেছে, তারা সত্যিকারের মেধাবী। তাদের দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা ও ঢাকা কলেজ শাখার ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক এ বি এম আবু বকর সিদ্দিক অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button