একাদশ শ্রেণিতে ভর্তি: জানুন গুরুত্বপূর্ণ নিয়ম ও করণীয়

২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীদের জন্য এটি জীবনের এক নতুন অধ্যায়। কিন্তু অনেক শিক্ষার্থী ও অভিভাবক ভর্তি প্রক্রিয়ার সঠিক নিয়ম না জানায় বিভ্রান্তির শিকার হন। ভুল করলে বাদ পড়ারও ঝুঁকি থাকে। তাই আবেদন করার আগে অবশ্যই জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু বিষয়।
পুরো প্রক্রিয়াই অনলাইনে
বর্তমানে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করতে হয় www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম অনুযায়ী বেছে নিতে পারবেন। আবেদন করতে লাগবে এসএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সাল, বোর্ডের নাম এবং একটি সচল মোবাইল নম্বর। ফি ২২০ টাকা।
মেধা তালিকা ও নিশ্চয়ন
আবেদন শেষে কয়েক ধাপে প্রকাশিত হবে মেধা তালিকা। সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফি দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। এক ধাপ মিস করলেই তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা। তাই নিয়মিত এসএমএস ও ওয়েবসাইট চেক করতে হবে।
কোন বিভাগ বেছে নেবেন?
বিজ্ঞান বিভাগ: সাধারণত GPA ৪.০০ বা তার বেশি এবং গণিত-বিজ্ঞান ভালো হতে হয়।
ব্যবসায় শিক্ষা বিভাগ: কমপক্ষে GPA ৩.৫০
মানবিক বিভাগ: তুলনামূলক কম GPA হলেও ভালো কলেজে ভর্তি সম্ভব।
নিজের আগ্রহ ও ভবিষ্যতের লক্ষ্য বিবেচনায় বিভাগ বেছে নিতে হবে।
কলেজ বাছাইয়ের আগে যা ভাববেন
শুধু ফল নয়-ভবনা করতে হবে শিক্ষকের মান, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, ক্লাব, নিরাপত্তা ব্যবস্থা, পরিবহন সুবিধা ও টিউশন ফি নিয়েও।
ভর্তি ফি ও বৃত্তি
সরকারি কলেজে ভর্তি ফি: ১,৫০০–২,০০০ টাকা, বেসরকারি কলেজে: ৮,০০০–২০,০০০ টাকা (ভালো ফলের ভিত্তিতে ছাড়/স্কলারশিপ পাওয়া যায়)
যেসব কাগজপত্র লাগবে
এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট,প্রবেশপত্র,২–৪ কপি পাসপোর্ট সাইজ ছবি,অনলাইন কনফারমেশন পত্র,শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল নম্বর
সাধারণ ভুল ও করণীয়
ভুল তথ্য দিয়ে আবেদন, সময়মতো নিশ্চয়ন না করা, যাচাই না করে ভর্তি হওয়া-এসব এড়াতে হলে দরকার তথ্যভিত্তিক সিদ্ধান্ত, আত্মবিশ্বাস ও সময়জ্ঞান।
সঠিক সময়েই প্রস্তুতি নিন, সঠিক সিদ্ধান্ত নিন- ভবিষ্যৎ গড়তে এখনই শুরু করুন।