রাজনীতি

এনসিপি ছাড়লেন নীলা ইস্রাফিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন দলের আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, অপরাধীদের বিচার না হওয়ায় এবং নারীর প্রতি হেনস্তার ঘটনায় নীরবতা বজায় রাখায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

নীলা ইস্রাফিল লিখেছেন, ‘আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি এমন একটি দল, যেখানে অপরাধীর বিচার হয় না। একজন নারীকে হেনস্তার পরও অপরাধীর পক্ষ নেওয়া হয়। এমন জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘যে ব্যক্তি একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করেছে, তার বিরুদ্ধে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না এবং বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় চলাফেরা করে, তখন সেই দল আর ন্যায়বিচার বা মতাদর্শের প্রতিনিধিত্ব করে না।’

পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘আজ থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে একা হলেও পিছপা হব না।’

এই বিভাগের অন্য খবর

Back to top button