আন্তর্জাতিক খবর

খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ প্রকাশ্যেই এ হুমকি দেন এবং ইরানে নতুন হামলার ইঙ্গিত দেন। খবর—আনাদোলু এজেন্সির।

রোববার (স্থানীয় সময়) দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে কাৎজ বলেন, ‘স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই— যদি আপনি ইসরায়েলের প্রতি হুমকি অব্যাহত রাখেন, তাহলে আমাদের লম্বা হাত আরও শক্তি নিয়ে আবারও তেহরানে পৌঁছাবে। আর এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।’

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ কাৎজের এই মন্তব্য উদ্ধৃত করেছে। তবে ইসরায়েলের এ হুমকির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে। সংঘাতে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন ১২ দিন স্থায়ী এ সংঘাত স্থগিত হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button