খেলাধুলা

‘গুজবে কান দেবেন না’ প্রতিক্রিয়া জানালেন তাসকিন

জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে শৈশবের বন্ধু সিফাতুর রহমান সৈকতকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সিফাত।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাসকিন ফোন করে ডেকে নিয়ে সৈকতকে মারধর করেন।

তবে অভিযোগ অস্বীকার করে তাসকিন জানিয়েছেন, এটি দুই বন্ধুর মধ্যে ঝগড়ার বিষয়, যেখানে তার নাম অযথা জড়িয়ে গেছে। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘গুজবে বিভ্রান্ত হবেন না।’

তাসকিন বলেন, “এটা আমার, আমার পরিবার ও বন্ধুর জন্য সম্মানজনক নয়। যা ঘটেছে, তার জন্য আমাদের মধ্যে কথা হয়েছে। বিষয়টি যে পর্যায়ে গেছে, তা হওয়ার কথা নয়। শুধু বলবো, বাস্তবতা ভিন্ন। (এটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত)। আশা করি, সত্যের সাথেই থাকবেন। সত্য কখনো মিথ্যা হয় না।”

পুলিশ জানিয়েছে, আপাতত কোনো আইনি পদক্ষেপ না নিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, “মিডিয়ায় খবরটি দেখে বিসিবির শীর্ষ কর্মকর্তারা বিষয়টি খেয়াল করেছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button