জাতীয়

নির্বাচনের আগে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেবে সরকার

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগস্ট মাস থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেবে সরকার।

সোমবার আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগস্টের শুরু থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ চলবে নির্বাচনের আগ পর্যন্ত।

এসপি ও ওসিদের বদলি প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, এটি একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের আগে বদলি হলে সেটিও দৃশ্যমান হবে।

চাঁদাবাজদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযানের বিষয়ে উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যত বড়ই হোক বা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি উদাহরণ টেনে বলেন, ‘গুলশানের চাঁদাবাজির ক্ষেত্রেও কেউ ছাড় পায়নি, ভবিষ্যতেও পাবে না।’

এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬০ হাজার সেনা সদস্যও দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button