শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য সুখবর

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার। এতে সারাদেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে উন্নীত হলেন।

সোমবার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি ১২৪/২০২২ নং সিভিল রিভিউ পিটিশনে সর্বোচ্চ আদালতের নির্দেশে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এর ধারাবাহিকতায় যৌক্তিক বিবেচনায় সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এটি তাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সক্রিয় ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবেন, যা শিক্ষার্থীদের জন্য উন্নত ও গতিশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবে।

সরকার মনে করে, এ উদ্যোগ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে প্রধান শিক্ষকরা অন্যান্য শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট অংশীজনের সহযোগিতায় শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করবেন—এটাই সরকারের প্রত্যাশা।

এই বিভাগের অন্য খবর

Back to top button