জাতীয়
প্রধান খবর

রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই সনদ’ খসড়া হস্তান্তর, বাস্তবায়নে ৭ অঙ্গীকার

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শেষে ‘জুলাই সনদ ২০২৫’-এর একটি খসড়া তৈরি করেছে। সোমবার (২৮ জুলাই) খসড়াটি সংশ্লিষ্ট দলগুলোর হাতে তুলে দেওয়া হয়। যদিও এতে সব দলের প্রস্তাব অন্তর্ভুক্ত হয়নি, তবু সনদ বাস্তবায়নে সাতটি অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

অঙ্গীকারনামায় বলা হয়েছে—

১. হাজারও প্রাণ, রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত জাতীয় আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গৃহীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
২. সংবিধান, বিচারব্যবস্থা, নির্বাচন, জনপ্রশাসন, পুলিশি কাঠামো ও দুর্নীতি দমন ব্যবস্থাসহ সনদে লিপিবদ্ধ প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত সংশোধন, সংযোজন ও নতুন আইন প্রণয়ন করা হবে।
৩. সনদ গৃহীত হওয়ার পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দুই বছরের মধ্যে এসব সংস্কার সম্পন্ন করে তা টেকসই করা হবে।
৪. সনদে থাকা সব প্রস্তাব দুই বছরের মেয়াদকালে বাস্তবায়ন করা হবে।
৫. বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে।
৬. সনদের পূর্ণ বাস্তবায়ন ও এর আইনি সুরক্ষা প্রদানে অটল থাকা হবে।
৭. ২০২৪ সালের বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন এবং গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button