সারাদেশ

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

লালমনিরহাটে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২টি বগি উল্টে গেছে। সোমবার দুপুর দুইটার দিকে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের সংখ্যা এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর থেকে লালমনিরহাট-বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

লালমনিরহাট রেল বিভাগের ডিএমই (লোকো) সাজিদ হাসান নির্ঝর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্র জানায়, বুড়িমারী স্থল বন্দর থেকে একটি লোকাল ট্রেন লালমনিরহাট রেল স্টেশনে ঢুকছিলো। একই সময় ঢাকাগামী লালমনিএক্সপ্রেস ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াসফিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল ভুলের কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনিয়ারের ব্যাপক ক্ষতি হয় ও ২টি বগি উল্টে যায়। বেশ কয়েকজন আহত হয়েছে ওই সময়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ছুটে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button