দিবসস্বাস্থ্য

হেপাটাইটিস দিবস আজ, প্রতিরোধ ও করণীয়

প্রতিবছর ২৮ জুলাই বিশ্বব্যাপী হেপাটাইটিস দিবস পালন করা হয়। ভাইরাসজনিত এ রোগটি এখনও বিশ্বের লাখো মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, দ্রুত সনাক্তকরণ, টিকা এবং সঠিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে হেপাটাইটিস থেকে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

হেপাটাইটিস কী?

হেপাটাইটিস হলো লিভারের প্রদাহজনিত রোগ। ভাইরাস, অ্যালকোহল, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা অটোইমিউন প্রতিক্রিয়ার কারণে এটি হতে পারে। এর মধ্যে ভাইরাসজনিত হেপাটাইটিস (বিশেষত A, B, C, D ও E টাইপ) সবচেয়ে বেশি ছড়ায়।

কেন দিবসটি গুরুত্বপূর্ণ?

বিশ্বে প্রতি বছর লক্ষাধিক মানুষ হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মারা যায়।

বিশেষ করে B ও C টাইপ হেপাটাইটিস দীর্ঘমেয়াদে সিরোসিস ও লিভার ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

অনেকেই আক্রান্ত হওয়ার পরও তা বুঝতে পারেন না, কারণ প্রাথমিক পর্যায়ে রোগের তেমন কোনো স্পষ্ট উপসর্গ দেখা দেয় না।

প্রতিরোধ ও করণীয়

  1. টিকা: হেপাটাইটিস বি’র জন্য কার্যকর টিকা রয়েছে।
  2. নিরাপদ রক্ত সঞ্চালন: পরীক্ষিত ও ভাইরাসমুক্ত রক্ত ব্যবহার করতে হবে।
  3. সুঁই ও ব্লেডে সতর্কতা: ব্যবহৃত সুঁই বা ধারালো যন্ত্র পুনঃব্যবহার এড়াতে হবে।
  4. ব্যক্তিগত স্বাস্থ্যবিধি: স্যানিটেশন মেনে চলা, পরিষ্কার খাবার ও পানি গ্রহণ করা।
  5. পরীক্ষা ও চিকিৎসা: সন্দেহ হলে দ্রুত পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২০২৫ সালের থিম

“Hepatitis: Let’s Break It Down”—এই থিমের মাধ্যমে হেপাটাইটিস প্রতিরোধ ও চিকিৎসার পথে সামাজিক, অর্থনৈতিক ও নীতিগত বাধা দূর করার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button