ধুনট উপজেলা
প্রধান খবর

ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে শরবত বিক্রেতার মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (৩৬) নামে এক শরবত বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামের তিনমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম ওই এলাকার মৃত পলান শেখের ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক হলেও জীবিকার তাগিদে বিভিন্ন হাটবাজারে ফেরি করে শরবত বিক্রি করতেন। তিনি তিন কন্যা সন্তানের জনক ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চান্দাইকোনা হাটে শরবত বিক্রির প্রস্তুতির সময় তিনি তিনমাথা মোড়ে একটি সমিতির ঘরে রাখা মালামাল বের করছিলেন। এ সময় ঘরের ভিতরে থাকা একটি ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার তার শরীরে লেগে যায়। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button