জাতীয়

নিউ ইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত

নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে নিহতদের মধ্যে রয়েছেন এক বাংলাদেশি। তাঁর নাম দিদারুল ইসলাম (৩৬)। তিনি নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত ছিলেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় নিহত হয়েছেন মোট পাঁচজন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশি অভিবাসী দিদারুল ওই ভবনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে, তৃতীয় সন্তান জন্মের অপেক্ষায় আছে পরিবার।

দিদারুলের বাড়ি নিউ ইয়র্কের বঙ্কস কাউন্টিতে। তাঁর মৃত্যুর খবর পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা রাতেই রাস্তায় নেমে আসেন। নিউ ইয়র্ক পুলিশে তিনি প্রায় সাড়ে তিন বছর ধরে দায়িত্ব পালন করছিলেন।

নিউ ইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিশ জানান, হামলাকারী শেন ডেভন তামুরা (২৭) বিএমডব্লিউ গাড়ি করে ঘটনাস্থলে আসে। গাড়ির ভেতর থেকে একটি রাইফেল কেস, লোডেড রিভলবার, গুলিভর্তি ম্যাগজিন ও কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তামুরা চারজনকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করে। ঘটনার কয়েক ঘণ্টা আগে তিনি নেভাদা থেকে গাড়ি চালিয়ে নিউ ইয়র্কে এসেছিলেন। কী কারণে সে হামলা চালিয়েছিল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button