জাতীয়স্বাস্থ্য
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৮৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৮৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার একদিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু এবং ৩৯৩ জন আক্রান্ত হয়েছিলেন। চলতি জুলাই মাসে মোট ১০ হাজার ৪০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের।

এর আগের মাস জুনে ডেঙ্গুতে ৫ হাজার ৯৫১ জন আক্রান্ত হন এবং মারা যান ১৯ জন। এ নিয়ে জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৭০২ জন।

বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৬ জন, চট্টগ্রামে ৬৪ জন, ঢাকার বিভাগীয় এলাকায় ৬২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯ জন, ঢাকা দক্ষিণে ৪৯ জন, খুলনায় ২৩ জন, ময়মনসিংহে ৫ জন, রাজশাহীতে ৪৫ জন এবং রংপুর বিভাগে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button