শেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ডিস লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে পৌর শহরের খন্দকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন ওই এলাকার রাজা ড্রাইভারের ছেলে।

জানা গেছে, কয়েকদিন ধরে লিমনের বাড়ির ডিস লাইন সংযোগ বিচ্ছিন্ন ছিল। বিকেলে তিনি নিজেই সেটি পুনরায় চালুর চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লাগলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

  • সতর্কবার্তা: বিদ্যুৎ সংযোগ বা বৈদ্যুতিক তার মেরামতের কাজ নিজে করতে যাওয়া জীবনঘাতী হতে পারে। কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই অভিজ্ঞ ও প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানের সহায়তা নিন। সামান্য অসাবধানতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

এই বিভাগের অন্য খবর

Back to top button