
বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে পৌর শহরের খন্দকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন ওই এলাকার রাজা ড্রাইভারের ছেলে।
জানা গেছে, কয়েকদিন ধরে লিমনের বাড়ির ডিস লাইন সংযোগ বিচ্ছিন্ন ছিল। বিকেলে তিনি নিজেই সেটি পুনরায় চালুর চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লাগলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।
- সতর্কবার্তা: বিদ্যুৎ সংযোগ বা বৈদ্যুতিক তার মেরামতের কাজ নিজে করতে যাওয়া জীবনঘাতী হতে পারে। কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই অভিজ্ঞ ও প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানের সহায়তা নিন। সামান্য অসাবধানতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।