
লুকা মডরিচের বিদায়ের পর থেকেই প্রশ্ন উঠেছিল—কে হবেন রিয়াল মাদ্রিদের নতুন ১০ নম্বর? অবশেষে সেই জবাব মিলেছে। কিংবদন্তিদের গৌরবময় ১০ নম্বর জার্সি এবার গায়ে তুলেছেন কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
একটি ছবিতে দেখা যায়, ড্রেসিংরুমে ঝুলছে সাদা ১০ নম্বর জার্সি, যার পেছনে লেখা ‘এমবাপ্পে’। এর পরপরই ইনস্টাগ্রামে সেই জার্সি পরে নিজের একটি ছবি পোস্ট করেন এমবাপ্পে। ছবির নিচে আগুনের ইমোজি দিয়ে মন্তব্য করেন সাবেক ‘নাম্বার টেন’ লুকা মডরিচ, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এর আগে মোনাকো ও ফ্রান্স জাতীয় দলের হয়ে ১০ নম্বর পরে খেলতেন এমবাপ্পে। তবে পিএসজিতে পছন্দের নম্বরটি না পেয়ে পরেছিলেন ৭ নম্বর জার্সি। রিয়ালে প্রথম মৌসুমে মাঠে নেমেছিলেন ৯ নম্বর গায়ে। এবার নতুন মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে নামবেন ১০ নম্বর পরে।
রিয়ালের ১০ নম্বর জার্সিটি বরাবরই বিশেষ মর্যাদার। এই জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন রেমন্ড কোপা, ফেরেঙ্ক পুসকাস, লুইস ফিগো, ক্ল্যারেন্স সিডর্ফ ও মেসুত ওজিলের মতো কিংবদন্তিরা। সেই তালিকায় এবার যুক্ত হলো কিলিয়ান এমবাপ্পের নাম।