জাতীয়
প্রধান খবর

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

বিসিএস ৩৭তম ব্যাচের সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালনরত ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রত্যাহার করা কর্মকর্তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য দেশের বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পর্যায়ক্রমে এসি ল্যান্ডের দায়িত্ব থেকে ৩৭তম বিসিএস কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এসি ল্যান্ড পদে দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনারদের সাধারণভাবে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পরিচিত। সূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button