দিবস
প্রধান খবর

আজ বিশ্ব বন্ধু দিবস

বিশ্বজুড়ে আজ ৩০ জুলাই পালিত হচ্ছে আন্তর্জাতিক বন্ধু দিবস (International Day of Friendship)। ২০১১ সালে জাতিসংঘ এই দিনটিকে স্বীকৃতি দেয় বন্ধুতা, সহমর্মিতা ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব স্মরণ করিয়ে দিতে।

এই দিবসটির মূল উদ্দেশ্য হচ্ছে জাতি, সংস্কৃতি, ধর্ম ও মতের ভেদাভেদ দূর করে বিশ্বব্যাপী শান্তি ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়া। জাতিসংঘ মনে করে, বন্ধুত্বের বন্ধন কেবল ব্যক্তিগত পর্যায়েই নয়, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রথমবারের মতো ১৯৫৮ সালে প্যারাগুয়ের এক বন্ধুত্ব আন্দোলন থেকে ‘Friendship Day’-এর ধারণা আসে। পরে ২০১১ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ৩০ জুলাইকে আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে ঘোষণা করে।

বিশ্বের অনেক দেশে এই দিনে বন্ধুদের শুভেচ্ছা বার্তা পাঠানো, বন্ধুত্বের প্রতীক হিসেবে ব্যান্ড দেওয়া এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার রেওয়াজ রয়েছে।

এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারত ও বাংলাদেশে, আগস্টের প্রথম রবিবার ‘বন্ধু দিবস’ হিসেবে উদযাপিত হয়। ২০২৫ সালে সেটি হবে ৩ আগস্ট। ফলে বাংলাদেশে জাতীয়ভাবে বন্ধুত্ব উদযাপন এখনো বাকি থাকলেও, আজকের দিনটিকে আন্তর্জাতিক স্তরে অনেকেই স্মরণ করছেন।

এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যাচ্ছে নানা বয়সী মানুষকে। অনেকে বন্ধুদের স্মরণ করে ছবি, বার্তা ও কোলাজ শেয়ার করছেন।

বিশেষজ্ঞদের মতে, “বন্ধুত্ব শুধু মানসিক শান্তি নয়, বরং এটি দুঃসময় মোকাবেলার অন্যতম শক্তি। এমন এক সম্পর্ক যা বয়স, পেশা বা ধর্ম মানে না—শুধু বোঝাপড়া আর ভালোবাসা চায়।”

বন্ধুত্বের এই অনন্য দিনে বিশ্ববাসীকে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button