আন্তর্জাতিক খবর

ইসরায়েলের ৪ গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ। পাঁচটি ড্রোন এবং একটি ‘প্যালেস্টাইন-২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়।

বুধবার (৩০ জুলাই) একাধিক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে হুতি বাহিনী। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, প্রথম হামলাটি চালানো হয় ইসরায়েল অধিকৃত ইয়াফা এলাকায়, যেখানে দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এরপর আরও তিনটি ড্রোন পাঠানো হয় আশকেলন ও নেগেভ (নাকাব) অঞ্চলের ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর দিকে। তিনি দাবি করেন, সব হামলাই সফল হয়েছে।

ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতদিন গাজায় আগ্রাসন ও অবরোধ চলবে, ততদিন আমাদের হামলাও চলবে।”

একইদিন আরেক বিবৃতিতে তিনি জানান, ইয়েমেনি বাহিনী ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর তেলআবিবের বেন-গুরিয়নে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়। তার দাবি অনুযায়ী, ‘প্যালেস্টাইন-২’ নামের নতুন এই ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন তারা ভূপাতিত করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী নিয়মিতভাবে ইসরায়েলমুখী বাণিজ্যিক জাহাজ ও স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

সূত্র: মেহের নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button