বগুড়া জেলা
প্রধান খবর

এশিয়া সুইটস এর স্বত্তাধিকার টুটুল আর নেই

জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড় ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ও এশিয়া সুইটস এর স্বত্তাধিকার নুরুল আলম টুটুল আর নেই। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর ৬টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর।

মরহুম নুরুল আলম টুটুল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এবং সম্প্রতি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুতে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা গভীর শোক প্রকাশ করেছে। সংস্থার এডহক কমিটির পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

নুরুল আলম টুটুলের খেলোয়াড়ি জীবন ও ক্রীড়া সংগঠক হিসেবে অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে জানান স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকরা।

বাদ এশা তার জানাজা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button