আন্তর্জাতিক খবর
ক্যালিফোর্নিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত, ইজেক্ট করে নিরাপদে অবতরণ করেন পাইলট

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানঘাঁটি লেমুরের কাছাকাছি এলাকায় একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।
ক্যালিফোর্নিয়ায় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ভিএফএ-১২৫ “রাফ রেইডার্স” স্কোয়াড্রনের বিমানটি দুর্ঘটনায় পড়ে। লেমুর বিমানঘাঁটির এক বিবৃতিতে জানানো হয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট সফলভাবে ইজেক্ট করে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।