সারাদেশ

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, আন্দোলনে জুলাই যোদ্ধারা


জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অবস্থার গুরুত্ব বিবেচনায় শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, এখনো জুলাই সনদ ঘোষণা না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। তাদের দাবি, এটি কোনো অনুরোধ নয়—জুলাই সনদ তাদের ন্যায্য অধিকার।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন না হওয়ায় এবার শাহবাগেই অস্থায়ী মঞ্চ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন তারা।

এই বিভাগের অন্য খবর

Back to top button