জাতীয়

দেশে বহুমাত্রিক দারিদ্র্য হার ২৪.০৫ শতাংশ

সবচেয়ে বেশি বান্দরবানে

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) দেশের প্রথম বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, দেশে গড়ে ২৪.০৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বাস করছেন।

জিইডি জানায়, এই সূচকে দারিদ্র্য পরিমাপ করা হয়েছে আয় নয়, বরং ১১টি সামাজিক সূচক—যেমন বিদ্যুৎ, স্যানিটেশন, নিরাপদ পানি, আবাসন, রান্নার জ্বালানি, সম্পদ, ইন্টারনেট, বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষাকাল, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্যসেবা—এইগুলোর প্রাপ্যতার ভিত্তিতে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি বহুমাত্রিক দারিদ্র্য বান্দরবানে (৬৫.৩৬%)। এরপর রয়েছে কক্সবাজার (৪৭.৭০%), সুনামগঞ্জ (৪৭.৩৬%), রাঙামাটি (৪৫.৮৯%), ভোলা (৪৫.১২%), নেত্রকোণা, হবিগঞ্জ, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ ও কুড়িগ্রাম।
অন্যদিকে, সবচেয়ে কম বহুমাত্রিক দারিদ্র্য ঝিনাইদহে (৮.৬৬%)। এরপর রয়েছে ঢাকা (৯.১৯%), গাজীপুর (৯.৬৩%), যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, ফেনী ও দিনাজপুর।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, এমপিআই হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে, এবং সবচেয়ে কম খুলনা বিভাগে। বয়সভিত্তিক দারিদ্র্যে শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে—শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুদের মধ্যে দারিদ্র্যের হার ২৮.৬৪%, ১০-১৭ বছর বয়সীদের মধ্যে ২৮.৮৩% এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে এ হার ২১.৪৪%।

তবে জিইডি জানিয়েছে, এই প্রতিবেদন তৈরি হয়েছে ২০১৬ সালের খানা আয়-ব্যয় জরিপ এবং ২০১৯ সালের বহু সূচকবিশিষ্ট গুচ্ছ জরিপের (মিকস) ভিত্তিতে, যা তুলনামূলকভাবে কিছুটা পুরোনো উপাত্ত।

এই বিভাগের অন্য খবর

Back to top button