জাতীয়

নির্বাচনের তারিখ শিগগির ঘোষণা হবে: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচনের সম্ভাব্য সময় জানতে চাইলে উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় নিয়ে অচিরেই ঘোষণা শুনবেন। একটু অপেক্ষা করুন।”

ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “ভোট দেওয়ার সুযোগ সবাই পাবেন। আমাদের এমন কোনো উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। যখন শিক্ষকতা করতাম, ক্লাসে ছাত্রদের জিজ্ঞাসা করতাম—কে কে ভোট দিয়েছে? তখন কেউ কেউ মজা করে বলত, স্যার, দশ-বারোটা ভোট দিয়েছি। ৯০ শতাংশ বলত, ভোট দিইনি। আমরা ১৮ বছর ভোট দিতে পারিনি—এই দুঃখ ঘুচবে।”

২০০৮ সালের নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে আসিফ নজরুল বলেন, “এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। যারা সাংবাদিকতা করেন, তারা খোঁজ করলে অনেক ভয়াবহ তথ্য পেতে পারেন সেই নির্বাচন ঘিরে।”

তিনি আরও বলেন, “নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন। তবে আমাদের সরকারের স্পষ্ট নিয়ত আছে—বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার। এটি আমাদের প্রধান উপদেষ্টা সবসময় বলেন।”

এই বিভাগের অন্য খবর

Back to top button