সোনাতলা উপজেলা
প্রধান খবর

বগুড়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


বগুড়ার সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর এলাকায় বাঙালি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে স্থানীয়রা নদীতে লাশটি ভেসে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সোনাতলা থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button