
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সাবগ্রাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, অতুল চন্দ্র দাস বুধবার রাতে ব্যক্তিগত কাজে সাবগ্রাম এলাকায় বের হয়েছিলেন। এ সময় আগে থেকেই ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় গুরুতর জখম হয়ে অতুল চন্দ্র দাস ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়।
এটিএসআই লালন হোসেন জানান, স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্র জানায়, তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।